অটোরিকশায় এসে যুবলীগ নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা

নিহত রহুল কাদেরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে

অটোরিকশায় এসে যুবলীগ নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা
যুবলীগ নেতা মো. রুহুল কাদের

প্রথম নিউজ,কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীতে মো. রুহুল কাদের (৩৫) নামের এক যুবলীগ নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে মহেশখালী উপজেলার কালারমার ছড়া বাজারের পূর্বপাশে ফকির জুম পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত যুবলীগ নেতা ওই এলাকার মোহাম্মদ আমিনের ছেলে এবং মহেশখালী উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ও ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি।

স্থানীয় সূত্র জানায়, মহেশখালী উপজেলার কালারমার ছড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন যুবলীগ নেতা রুহুল কাদের। রাতে স্থানীয় ফকিরজুম পাড়ায় পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে হত্যা করা হয় তাকে। হামলাকারীরা সিএনজিচালিত অটোরিকশায় এসে দা-কিরিচ দিয়ে প্রথমে কুপিয়ে পরে গুলি করে পালিয়ে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে রুহুলকে কালারমার ছড়া উপ-স্বাস্থ্যকেন্দ্র ও পরে আশঙ্কাজনক অবস্থায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান। পরে সেখানকার চিকিৎসক রুহুলকে মৃত ঘোষণা করেন। 

নিহত রহুল কাদেরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহতের ভাই কালারমার ছড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্বাস বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে সন্ত্রাসীরা আমার ভাইকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে। আমি আমার ভাইয়ের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাই।’ 

মহেশখালী থানার ওসি মো. আব্দুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটতে পারে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

মহেশখালী-কুতুবদিয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার জাহেদুল ইসলাম বলেন, মহেশখালীর কালারমার ছড়ায় আধিপত্য বিস্তার নিয়ে হত্যার ঘটনা ঘটেছে। যিনি নিহত হয়েছেন তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। প্রাথমিকভাবে যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom