সাম্প্রদায়িক হামলা’: সারাদেশে ৭১ মামলা, গ্রেফতার ৪৫০

অপরাধীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত

সাম্প্রদায়িক হামলা’: সারাদেশে ৭১ মামলা, গ্রেফতার ৪৫০
সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত পূজামন্ডপ

প্রথম নিউজ, ঢাকা: কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে সারাদেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপ, মন্দির ও হিন্দু জনপদে ‘সাম্প্রদায়িক হামলা’র ঘটনায় এখন পর্যন্ত ৭১টি মামলা দায়ের হয়েছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে ৪৫০ জনকে গ্রেফতার করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে পুলিশ সদর দফতরের  মিডিয়া অ্যান্ড পিআর মো. কামরুজ্জামান  এই তথ্য জানান।

তিনি জানান, মণ্ডপকেন্দ্রিক অপ্রীতিকর ঘটনায় এ পর্যন্ত ৭১টি মামলা হয়েছে। আরও কিছু মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে ৪৫০ জনকে আটক করা হয়েছে, আটকের সংখ্যা আরও বাড়তে পারে।

অপরাধীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom