খুলনায় শ্রমিক লীগের আহ্বায়কসহ তিনজনকে কুপিয়ে জখম

সোনাডাঙ্গা কাচা বাজারের পাশে দারুল আমান এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় উক্ত এলাকায় টান টান উত্তোজনা বিরাজ করছে।

খুলনায় শ্রমিক লীগের আহ্বায়কসহ তিনজনকে কুপিয়ে জখম

প্রথম নিউজ,খুলনা: জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগর শাখার নবনির্বাচিত কমিটির আহ্বায়ক হারুনুর রশিদকে কুপিয়েছে দুর্বৃত্তরা। এ সময়ে দুর্বৃত্তের হাত থেকে তাকে রক্ষা করার জন্য এগিয়ে আসলে তাদের হাতে গুরুতর আহত হন শ্রমিক লীগ মহানগর শাখার সদস্য সচিব আসাদুজ্জামান ও শিমুল নামে আরও দুইজন। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় সোনাডাঙ্গা কাচা বাজারের পাশে দারুল আমান এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় উক্ত এলাকায় টান টান উত্তোজনা বিরাজ করছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হারুনুর রশিদ, আসাদ ও শিমুলসহ আরও কয়েকজন দারুল আমান এলাকার সমাজ কল্যাণ অফিসে অবস্থান করছি‌লেন। এ সময়ে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা ওই অফিসের ভেতরে গিয়ে হারুনের নাম বলে এলোপাতাড়ি কোপাতে থাকে। তাকে রক্ষা করতে আসাদুজ্জামান এগিয়ে আসলে তাকেও তারা কোপাতে থাকে। পরে শিমুল এগিয়ে এলে তাকেও তারা আহত ক‌রে। এক পর্যায়ে এলাকাবাসী এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পরে এলাকাবাসী হারুনুর রশিদকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। এক ঘণ্টাব্যাপী তার শরীরে অস্ত্রপচার করা হয়। অপর দুইজনের অবস্থা আশঙ্কাজনক না হলেও তার অবস্থা গুরুতর। অপর দুজনকে খুলনা মেডিকেল কলেজের সার্জরী ৯ ও ১০ নং ওয়ার্ডে রাখা হয়েছে।

এ ব্যাপারে সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক বলেন, কোপাকুপির সংবাদ তিনি শোনেনি। হাসপাতালে লোক পাঠাচ্ছি বলে জানান তিনি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom