মসজিদ কমিটি নিয়ে বিরোধে দুই ভাইকে পিটিয়ে হত্যা
ময়মনসিংহ সদর উপজেলায় চরাঞ্চলের সিরতা ইউনিয়নে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে ধরে দুই ভাইকে পিটিয়ে হত্যা
প্রথম নিউজ, ময়মনসিংহ : ময়মনসিংহ সদর উপজেলায় চরাঞ্চলের সিরতা ইউনিয়নে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে ধরে দুই ভাইকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
শনিবার সকালে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই মসজিদের কমিটি ও জমি নিয়ে দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এনিয়ে একাধিক সালিশ-বৈঠক হয়েছে।
শুক্রবার আবারো সালিশ হওয়ার কথা ছিল। ঘটনার সময় সিরতা বাজারে নিজের দোকানে অবস্থানকালে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা রফিকুল ও তার ভাই শফিকুলকে রড ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রফিকুল ইসলাম মারা যান।
রাতে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নেয়ার পথে শফিকুল মারা যায়। এ ঘটনায় এখনও মামলা হয়নি। তবে আসামিদের ধরতে পুলিশি অভিযান চলছে বলেও জানান ওসি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: