টঙ্গীতে ছুরিকাঘাতে পোশাকশ্রমিক নিহত
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) মোহাম্মদ ইলতুৎমিশ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রথম নিউজ, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে মরকুন টেকপাড়া এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আবুল কাশেম (৪৬) নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। বুধবার (২৭ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) মোহাম্মদ ইলতুৎমিশ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আবুল কাশেম জামালপুর জেলার ইসলামপুর থানার পাতসী গ্রামের মৃত নুর হোসেনের ছেলে। তিনি সপরিবারে মরকুন টেকপাড়া এলাকার মৃত আমিনুল হকের বাড়িতে ভাড়া থেকে পার্শ্ববর্তী নোমান ফেব্রিকস-২ এর সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
আবুল কাশেমের শ্যালক মোহাম্মদ সোলাইমান জানান, বুধবার রাত ৮টায় কারখানা ছুটির পর বাসায় ফেরার পথে টেকপাড়া হাউজিং সোসাইটির বালুর মাঠে কয়েকজন দুর্বৃত্ত আবুল কাশেমের গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশপাশের লোকজন তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে আহতাবস্থায় আবুল কাশেমকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্ত্যবরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
সোলায়মান আরও বলেন, কিছু দিন আগে কারখানার একজন শ্রমিকের বিরুদ্ধে এজিএমের কাছে বিচার দেয় আমার দুলাভাই। ওই ঘটনায় অভিযুক্ত শ্রমিককে চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ। হয়তো ওই ঘটনার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) মোহাম্মদ ইলতুৎমিশ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসি ক্যামেরা দেখে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews