কিশোরগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১
উপজেলার কৈলাগ ইউনিয়নের কৈলাগ ও রাহেলা গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রথম নিউজ, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের বাজিতপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে শফী মিয়া (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
আজ শুক্রবার জুমার নামাজের পর উপজেলার কৈলাগ ইউনিয়নের কৈলাগ ও রাহেলা গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত শফী মিয়া কৈলাগ গ্রামের তারু মিয়ার ছেলে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কৈলাগ গ্রামের আলমগীর মেম্বারের সঙ্গে রাহেলা গ্রামের সাবেক মেম্বারের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে শুক্রবার বাদ জুমা দুই গ্রামের লোকজনের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষের সূত্রপাত হয়।
খবর পেয়ে দুই গ্রামের কয়েকশ লোক দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে কৈলাগ গ্রামের কৃষক শফী মিয়া গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সংঘর্ষে আহত হয়েছেন অর্ধশতাধিক লোকজন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সংঘর্ষের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাজিতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: