নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, আটক ৫৩ জেলে
বৃহস্পতিবার (২২ জুন) রাত সাড়ে ৯টার দিকে আন্ধারমানিক নদীর সাগর মোহনা থেকে বোটসহ তাদেরকে আটক করা হয়।
প্রথম নিউজ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমুদ্রে মাছ শিকার করায় সাতটি ফিশিং বোটসহ ৫৩ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় ২৫ লাখ মিটার সুতার জাল ও ৮০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২২ জুন) রাত সাড়ে ৯টার দিকে আন্ধারমানিক নদীর সাগর মোহনা থেকে বোটসহ তাদেরকে আটক করা হয়।
কোস্টগার্ড জানায়, কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার মতিউর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। পরে মেরিন ফিশারিজ অফিসার আশিকুর রহমানের উপস্থিতিতে জব্দকৃত মাছ ৪৩ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়। এছাড়া জেলেদের আরও ৪৩ হাজার টাকা জরিমানা করে নিষেধাজ্ঞা চলাকালীন সমুদ্রে মাছ শিকার করবে না এমন মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।