রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু

রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু

প্রথম নিউজ,নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের চাষাড়ায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির গাড়ির ধাক্কায় হোসনে আরা (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়। দিবাগত রাত ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে মো. জনি হোসেন জানান, তার মা রাতে চাষাড়া এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ বলে জানান জনি হোসেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।