রংপুরে মুন্না হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
প্রথম নিউজ, রংপুর: রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলার আসামি যুবলীগ নেতা মুরাদ খানকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ। শনিবার রাতে নগরীর রেলস্টেশন বাবুপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ২৮নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক-সম্পাদক গ্রেপ্তারকৃত আসামি মুরাদ নগরীর বাবুপাড়া শাজাপুরের মরহুম মোস্তাক আলমের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী। তিনি জানান, গ্রেপ্তার এড়াতে ৫ই আগস্টের পর থেকে মুরাদ খান আত্মগোপনে ছিল। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে তার ঠিকানা জানতে পারি। পরে সেখানে গিয়ে অভিযান পরিচালনা করে আসামি মুরাদকে গ্রেপ্তার করতে সক্ষম হয় মেট্রো পুলিশ। সে মুন্না হত্যা মামলার এজাহারভুক্ত ৫৪ নম্বর আসামি।
পুলিশ কমিশনার আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে রংপুরে দমাতে গুলিবর্ষণসহ শিক্ষার্থীদের ওপর হামলার মাস্টারমাইন্ড ছিল এই মুরাদ খান। জানা যায়, মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার ছেলেসহ মোট ১২৮ জনকে আসামি করা হয়েছে। গেল বছরের ২৯শে আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলী আদালতে মামলা দায়ের করেন নিহত মুন্নার বাবা আব্দুল মজিদ। এ মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করে ৫ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।