মহাখালীতে রেলপথ অবরোধ তিতুমীর কলেজ শিক্ষার্থীদের

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি

মহাখালীতে রেলপথ অবরোধ তিতুমীর কলেজ শিক্ষার্থীদের

প্রথম নিউজ, অনলাইন: স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ কর্মসূচির অংশ হিসেবে এবার রেলপথ অবরোধ করেছেন সরকারি তিতুমীর কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার বিকাল ৩টা ৪০ মিনিটে রাজধানীর মহাখালী রেল ক্রসিং অবরোধ করেন তারা।

 এর আগে বিকাল পৌনে ৩টায় কলেজের সামনে থেকে মিছিল নিয়ে মহাখালী রেল ক্রসিং আসেন তারা। এদিকে অবরোধের কারণে মহাখালী রেল ক্রসিংয়ের আগে কমলাপুর থেকে আগত এয়ারপোর্টমুখী একটি ট্রেনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এর আগে দুপুর সাড়ে ১২টায় তিতুমীর কলেজের সামনে সড়কের ওপর বাঁশ দিয়ে সড়ক অবরোধ করেন তারা।