রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে নগরীর ডিঙ্গাডোবা মজার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রথম নিউজ, রাজশাহী: রাজশাহী মহানগরীতে ট্রেনে কাটা পড়ে সাজেরা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে নগরীর ডিঙ্গাডোবা মজার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজেরা নগরীর বিভিন্ন স্থানে রান্নাবান্নার কাজ করতেন। রাজশাহী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রতিদিনের মতো কাজের জন্য বের হয়েছিলেন সাজেরা বেগম। সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে বনলতা এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে যাচ্ছিল। ট্রেনটি নগরীর ডিঙ্গাডোবা মজার মোড় এলাকায় আসরে ওই নারী রেল লাইনের ভেতর ঢুকে পড়েন। এতে ট্রেনে কাটা পড়ে তিনি ঘটনাস্থলে মারা যান। পরে স্থানীয়রা জিআরপি থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews