রাজবাড়ীতে স্কুলছাত্র হত্যা: একজনের ফাঁসি ৪ জনের যাবজ্জীবন

আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন এ দণ্ডাদেশ দেন।

রাজবাড়ীতে স্কুলছাত্র হত্যা: একজনের ফাঁসি ৪ জনের যাবজ্জীবন

প্রথম নিউজ, রাজবাড়ী: রাজবাড়ীতে স্কুলছাত্র নাহিদ হাসান মিদুল (১৭) হত্যা মামলায় একজনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন ও ২ জনকে খালাস দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।

আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন এ দণ্ডাদেশ দেন।

এ সময় মামলার দুই নম্বর আসামি রুবেলকে (২১) মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং মামলার অপর আসামি রাফিজুল মন্ডল (২৬), পিয়ারুল (২১), পিয়াল (২০) ও মো. রায়হানকে (২১) যাবজ্জীবনসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া এলেম (২২) ও ফরিদ (২৭) নামের দুই আসামিকে খালাস দেন আদালত।

জানা গেছে, ২০১৪ সালের ১৯ জুন রাজবাড়ীর ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র নাহিদ হাসান মিদুলকে রেল গ্যারেজের ভেতরে ছরিকাঘাত করে হত্যা করা হয়। পরে ওই ঘটনায় ২১ জুন নিহত স্কুলছাত্র মিদুলের বাবা আব্দুল মমিন মোল্লা বাদী হয়ে ৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ স্বাক্ষ্য প্রমাণ শেষে বিজ্ঞ বিচারক আজ এ দণ্ডাদেশ দেন।

এতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট উজরি আলী সন্তোশ প্রকাশ করলেও অসন্তোশ প্রকাশ করেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নেকবর হোসেন মনি। তিনি উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom