পিরোজপুরে স্ত্রীকে তালাক দেওয়ার পরদিন স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মোহাসিন উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের জায়নাল মল্লিকের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।
প্রথম নিউজ, পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে মো. মোহাসিন মল্লিক (৪৭) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে বাড়ির পার্শ্ববর্তী জাম গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মোহাসিন উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের জায়নাল মল্লিকের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাতে স্ত্রী আনজিলা বেগমের সঙ্গে মোহাসিনের ঝগড়া হয়। এক পর্যায়ে তিনি স্ত্রীকে মৌখিকভাবে তালাক দেন। এ ক্ষোভে নিজ বাড়ির সামনের জাম গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সকালে পরিবারের লোকজন তাকে না পেয়ে খুঁজতে থাকেন। এক পর্যায়ে জাম গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মোহাসিনকে দেখতে পান তারা।
নাজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহিদুল ইসলাম বলেন, নিহত মোহাসিন পেশায় একজন কৃষক। সকালে নিজ বাড়ির সামনের একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহটি দেখে থানা পুলিশকে খবর দেন পরিবারের লোকজন। মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে আগের দিন রাতে তিনি ওই গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: