রাজপথে আন্দোলন করে এই নিশি রাতের সরকারকে বিদায় করা হবে: টুকু

আজ মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের অর্ন্তগত কামরাঙ্গীরচর থানা যুবদলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। 

রাজপথে আন্দোলন করে এই নিশি রাতের সরকারকে বিদায় করা হবে: টুকু
বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু

প্রথম নিউজ, ঢাকা: রাজপথে আন্দোলন করে এই নিশি রাতের সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু। 

আজ মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের অর্ন্তগত কামরাঙ্গীরচর থানা যুবদলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। 

সুলতান সালাহ উদ্দিন টুকু বলেন, ইসি মাঝে মাঝে সত্য কথা বলে ফেলে, ইসি বলছে রাতে আর  ভোট হবে না। তার মানে এ সরকার রাতে ভোট চুরি করে ক্ষমতায় এসেছে। পৃথিবীতে কোথাও নিশি রাতের সরকার নাই। বর্তমান নিশি রাতের প্রধানমন্ত্রীর বাবাও ক্ষমতায় ছিল। সেও বাকশাল করে বাকশালী সরকার গঠন করেছিল। তার মেয়ে ফ্যাসিস্টি সরকার গঠন করেছে। বাংলাদেশে অবৈধ নিশি রাতের সরকার থাকতে পারে না। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল করি। যিনি মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্দ করে দেশ স্বাধীন করেছিলেন। সে দেশে এই বাকশালী, দুর্নীতিবাজ, লুটপাটকারীদের ক্ষমতায় থাকতে দেওয়া যাবে না। রাজপথে আন্দোলন করে এই নিশি রাতের সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। 

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের  যুগ্ম আহবায়ক আতাউর রহমানের সভাপতিত্বে এবং সদস্য শফিকুল আলম নাদিমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব খন্দকার এনামুল হক এনাম প্রমুখ। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom