নির্বাচন কমিশন আইন ক্ষমতা অব্যাহত রাখার কৌশল মাত্র : আ স ম আবদুর রব
এ আইন সাংবিধানিক চেতনার প্রতিনিধিত্ব করে না।
প্রথম নিউজ, ঢাকা: ‘নির্বাচন কমিশন আইন’ ক্ষমতায় থেকে ক্ষমতা ধরে রাখার সরকারের নতুন একটা কৌশল মাত্র। এ আইন সাংবিধানিক চেতনার প্রতিনিধিত্ব করে না। আইন প্রণয়ন করলে বা সংবিধানে নির্দেশনা থাকলেই ‘গণতন্ত্র’ ও ‘ভোটাধিকার’ সুরক্ষিত হয় না, গত কয়েক বছরে তা বহুবার প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল(জেএসডি)। শুক্রবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নির্বাচন কমিশন আইনের প্রতিক্রিয়া জানিয়ে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব এবং সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন তালুকদার এসব কথা বলেন।
বিবৃতিতে তারা বলেন, ৭০-এর নির্বাচন দলীয় সরকারের অধীনে হয়নি বলেই জনগণ বঙ্গবন্ধুর পক্ষে রায় দিতে পেরেছিল। সেসব এখন আওয়ামী লীগের নিকট ভুলে যাওয়া অতীত। নির্বাচন হবে, নির্বাচন কমিশন হবে, সংবিধানের দায় পালনের জন্য নির্বাচনের আয়োজন করা হবে। কিন্তু ফলাফল সরকারের অনুকূলেই থাকতে হবে। এই যখন সরকারের মনোবাসনা ও প্রতিজ্ঞা, তখন আর অবাধ নির্বাচন হতে পারে না।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: