শেখ হাসিনার পতনের এক দফা আন্দোলন করতে হবে: টুকু

প্রথম নিউজ, ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের আন্দোলনের বিকল্প নাই বলে মন্তব্য করে জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, এই মুহূর্তে শেখ হাসিনার পতনের এক দফা আন্দোলন করতে হবে।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী কৃষক দলের সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশের সুচিকিৎসার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আমাদের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৯ বছর আন্দোলন করে স্বৈরাচারের পতন ঘটে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। সেই নেত্রীর চিকিৎসা হবে না সেটি হতে পারে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সৈনিকরা বেঁচে থাকতে এই অবৈধ খুনি সরকার ক্ষমতায় থাকতে পারবে না। এই অবৈধ সরকারের কাছে দাবী করে কোন লাভ নেই। আমাদের এই মুহূর্তে শেখ হাসিনার পতন আন্দোলন করতে হবে।
তিনি বলেন, একজন ফাঁসির আসামিকেও ফাঁসি কার্যকর করার আগে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ডাক্তার যদি বলে তিনি সুস্থ নয় তাহলে তার ফাঁসি কার্যকর করা হয় না। আর গণতন্ত্রর নেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা পাবে না সেটা হতে পারে না। এই অবৈধ সরকার তার চিকিৎসা বাধার সৃষ্টি করেছে।
কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: