রাজধানীর গুলশানের অবৈধ স্পা সেন্টারে র‌্যাবের অভিযান

রাজধানীর গুলশানের অবৈধ স্পা সেন্টারে র‌্যাবের অভিযান

প্রথম নিউজ, অনলাইন :   রাজধানীর গুলশানের আর এম সেন্টারের চতুর্থ তলায় একটি অবৈধ স্পা সেন্টারে অভিযান চালিয়েছে র‌্যাব-১।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত গভীর রাতে অভিযানটি পরিচালনা করা হয়। রাত দুইটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলছিল।

সেখানে নারী ও পুরুষরা অনৈতিক কার্যকলাপে যুক্ত ছিল—এমন অভিযোগে অভিযান চালানো হয় বলে জানা গেছে। অভিযানে বেশ কয়েকজন ছেলে ও মেয়েকে আটক করেছে র‌্যাব।

বিভিন্ন গণমাধ্যমে অভিযানের লাইভ দেখানো হলেও এ বিষয়ে র‌্যাবের পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালককে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।