রাজধানীর ফকিরাপুল থেকে ভিওআইপি সরঞ্জামসহ আটক ৪
প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে ভিওআইপি সরঞ্জামাদিসহ অবৈধ ভিওআইপি ব্যবসা চক্রের ৪ সদস্যকে আটক করেছে র্যাব।
আজ বৃহস্পতিবার দুপুরে র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফকিরাপুল এলাকায় র্যাব-১০ এর অভিযানে ভিওআইপি সরঞ্জামাদিসহ অবৈধ ভিওআইপি ব্যবসা চক্রের ৪ সদস্যকে আটক করা হয়েছে। এ বিষয়ে বিকেল ৪টায় কারওয়ান বাজারে অবস্থিত র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।