রাজধানীর কদমতলী থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

 রাজধানীর কদমতলী থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
রাজধানীর কদমতলীর পলাশপুর থেকে মোহাম্মদ নরুন্নবী বেপারী (৩৭) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে

প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর কদমতলীর পলাশপুর থেকে মোহাম্মদ নরুন্নবী বেপারী (৩৭) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় পলাশপুরের শেরে বাংলা আইডিয়াল স্কুলগলি এলাকার পাঁচতলা ভবনের চারতলায় এ ঘটনা ঘটে।

কদমতলী থানার পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মো. কাছেদ মুন্সি জানান, আমরা খবর পেয়ে কদমতলীর পলাশপুর থেকে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছি।

তিনি জানান, আমরা আশেপাশের লোকজনের মুখে জানতে পারি তিনি ব্যবসায়ী ছিলেন। করোনায় ব্যবসামন্দা থাকায় হতাশাগ্রস্ত হয়ে ফাঁসি দিয়েছেন। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

নিহতের বড় ভাই ফয়সাল ব্যাপারী জানান, আমার ভাই কয়েকটি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ব্যবসামন্দা হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। বাবা-মা আমার ছোট ভাইকে বাসায় একা রেখে গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ লৌহজং এলাকায় কাজের জন্য গিয়েছিলেন। বাবা-মা বাসায় এসে ভাইয়ের রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে। পরে সবাই এসে নিচে নামিয়ে দেখে তিনি মারা গেছেন। পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। আমার ছোট ভাইয়ের স্ত্রী ডেলিভারির জন্য বগুড়ায় গিয়েছিলেন। ৪০ দিন হলো একটি ছেলে হয়েছে।

তিনি আরও জানান, নরুন্নবী বেপারী মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার মো. আইয়ুব আলী ব্যাপারীর ছেলে। বর্তমানে, কদমতলীর পলাশপুর শেরেবাংলা আইডিয়াল স্কুল গলি এলাকায় থাকতেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom