ভবন থেকে পড়ে দুজনের মৃত্যু

রামপুরা ও লালবাগে ভবন থেকে পড়ে দুজনের মৃত্যু

ভবন থেকে পড়ে দুজনের মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ
প্রথম নিউজ, ঢাকা : ঢাকার রামপুরা ও লালবাগে পৃথক দুর্ঘটনায় ভবন থেকে নিচে পড়ে দুজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তাদের মধ্যে একজন পেশায় নির্মাণ শ্রমিক; অন্যজন ৬৫ বছরের বৃদ্ধ, ছাদ বাগানে পানি দিতে গিয়ে তিনি নিচে পড়ে যান।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে রামপুরার কাঁচাবাজার এলাকার উলন রোডের একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলা থেকে পড়ে শাকিল আহমেদ নামে ২২ বছর বয়সী ওই নির্মাণ শ্রমিক গুরুতর আহত হন।

সহকর্মীরা তাকে উদ্ধার করে সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান।

এদিকে সকালে লালবাগের হরনাথ ঘোষ রোড এলাকায় একটি তিনতলা ভবনের ছাদে গাছে পানি দেওয়ার সময় নিচে পড়ে আহত হন ৬৫ বছর বয়সী মোহাম্মদ রাসেল আহমেদ।

স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুটি মৃতদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে বলে পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানিয়েছেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom