না.গঞ্জে কেমিক্যাল কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ১ জনের মৃত্যু

আজ শনিবার ) ভোর ৪টা ১০ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

না.গঞ্জে কেমিক্যাল কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ১ জনের মৃত্যু
ফাইল ফটো

প্রথম নিউজ, ঢাকা: নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকার লিলি ক্যামিক‍্যাল কারখানায় বিস্ফোরণে দগ্ধ মুজাহিদ (২৩) মারা গেছেন। আজ শনিবার ) ভোর ৪টা ১০ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা এস এম আইউব হোসেন।

তিনি বলেন, কেমিক্যাল কারখানায় বিস্ফোরণে দগ্ধ মুজাহিদ আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ জনে। এখনো সাতজন এ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে, গতকাল শুক্রবার দুপুরে দগ্ধ আকালু আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom