রাজধানীতেও ঘন কুয়াশা

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, রাজধানীর আকাশে স্বাভাবিকভাবেই ধুলা ও ধোঁয়া বেশি। এজন্য কুয়াশাকে অনেক বেশি ঘন মনে হচ্ছে।

রাজধানীতেও ঘন কুয়াশা

প্রথম নিউজ, ঢাকা: রাজধানীতে শীত বাড়ার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশাও বেড়েছে। বিগত কয়েক দিনের তুলনায় আজ বৃহস্পতিবার সকালে আরও ঘন কুয়াশা দেখা গেছে। সকাল ১০টা বাজলেও এখনো কুয়াশার আড়াল থেকে সূর্য উঁকি দিচ্ছে। বাধ্য হয়েই সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো। 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, রাজধানীর আকাশে স্বাভাবিকভাবেই ধুলা ও ধোঁয়া বেশি। এজন্য কুয়াশাকে অনেক বেশি ঘন মনে হচ্ছে। কিন্তু প্রকৃত ঘন কুয়াশা হলে গাছের পাতায় পানি পড়ে ও স্যাঁতসেঁতে ভাব থাকে। কিন্তু এই কুয়াশা ঘন নয়।  তিনি বলেন, কুয়াশা আরও দুদিন থাকতে পারে। এটি কেটে গেলে ঢাকায় আরও শীত পড়বে। এছাড়া দেশের অন্যান্য এলাকায় শীতের তীব্রতা বাড়বে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন শীতের তীব্রতা ক্রমেই বাড়বে। সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। তবে নদী তীরবর্তী এলাকাগুলোতে কুয়াশা বেশি পড়ার সম্ভাবনা রয়েছে। ফলে এ সময়ে যানবাহনগুলোকে সাবধানে চলাচল করতে হবে।

আবহাওয়াবিদ শাহিনুর ইসলাম বলেন, বাংলাদেশের আকাশ থেকে মেঘ সরে গেছে। ফলে শীতের বাতাস দ্রুত সারা দেশে আবার ছড়িয়ে পড়ছে।  এদিকে গত এক দিনে দেশের বেশির ভাগ এলাকার তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গেছে। ঢাকার তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom