রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৮৫

রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৮৫
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৮৫

প্রথম নিউজ, অনলাইন: রাজধানীতে পরিচালিত বিশেষ অভিযানের ষষ্ঠ দিনে ২৮৫ জনকে  গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের (ডিসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঢাকার আদালত থেকে দণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি আসামি ছিনিয়ে নেয়ার প্রেক্ষাপটে বিবেচনা ও মহান বিজয় দিবস, বড়দিন এবং থার্টিফার্স্ট নাইট উদযাপন নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে চলমান অভিযানের পাশাপাশি ১লা থেকে ১৫ই ডিসেম্বর বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেয় পুলিশ সদর দপ্তর। এরই ধারাবাহিকতায় ডিএমপির ৫০টি থানা এলাকায় বিশেষ অভিযানের ষষ্ঠ দিনে মঙ্গলবার গ্রেপ্তার হয়েছেন  ২৮৫ জন। গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক, দণ্ডপ্রাপ্ত, অস্ত্রধারী সন্ত্রাসী,  চোর, ছিনতাইকারীসহ নানা অপরাধে জড়িতরাও রয়েছেন।  

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom