রিকশা চালাচ্ছেন হিরো আলম

রিকশা চালাচ্ছেন হিরো আলম

প্রথম নিউজ, বিনোদন প্রতিবেদক: হিরো আলম অভিনয় নিয়ে এখন বেশ ব্যস্ত সময় পার করছেন। তার প্রতিটি কাজ প্রকাশ হলেই সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এবার তাকে দেখা যাবে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে প্রতিবাদী রিকশা চালকের ভূমিকায়। এ চলচ্চিত্রটির নাম ‘আয়না’।

স্বল্পদৈর্ঘ্য এ চলচ্চিত্র প্রসঙ্গে হিরো আলম জাগো নিউজকে বলেন, এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের গল্পটি খুব ভালো। আমি এতে প্রতিবাদী রিকশা চালকের ভূমিকায় অভিনয় করছি। এখন শুটিং চলছে উত্তরাতে। সামনে আরও দুইদিন এর শুটিং চলবে। সঙ্গে আলাপকালে অভিনয় নিয়ে হিরো আলম বলেন, আমি এখনো অভিনয়টা শিখতে চেষ্টা করছি। একদিনে তো সম্ভব নয়, দীর্ঘদিন ধরে অনুশীলেনের মাধ্যমে অভিনয় শিখতে হয় বলে আমি বিশ্বাস করি। এর আগে আপনারা জানেন আমি কবিতা আবৃত্তির উপর প্রশিক্ষণ নিচ্ছি। উচ্চারণের সমস্যা কিছুটা অতিক্রম করেছি।

নতুন কাজের বিষয়ে হিরো আলম বলেন, সামনে বেশ কিছু ভালো কাজ আসছে। এতে আমার দর্শকরা আমাকে নতুন রূপে দেখতে পাবেন- এটা আমি বলতে পারি। এছাড়া আর কোনো কিছু এ মুহূর্তে বলতে চাই না। একটু অপেক্ষা করতে হবে। আস্তে আস্তে সব প্রকাশ করবো। কারণ সবাইকে চমক দিতে চাই। সম্প্রতি ‘বাদশা দ্যা কিং’ সিনেমা শুটিং শেষে করছেন হিরো আলম। এ সিনেমায় তার বিপরীতে কাজ করছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা একা। সিনেমাটি পরিচালনা করছেন ইভান মল্লিক।