এশিয়া কাপে উদ্বোধনী ম্যাচে লড়বে পাকিস্তান-নেপাল, থাকছে বাংলাদেশও
প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক: আগামীকাল (৩০ আগস্ট) থেকে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ। আসন্ন এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে হাইব্রিড মডেলে। যেখানে স্বাগতিক দুই দেশ হিসেবে প্রতিনিধিত্ব করবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। পাকিস্তানের মুলতান আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে আগামীকাল নেপালের মুখোমুখি হবে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দল।
তবে উদ্বোধনী ম্যাচে সাকিব আল হাসানরা না খেললেও থাকছেন আরেক বাংলাদেশি। গেল আসরেও দলের পারফর্ম ছাপিয়ে আলো কেড়েছিলেন বাংলাদেশি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। এবারের এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে দেখা মিলবে মুকুলকে।
উদ্বোধনী ম্যাচে অন ফিল্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন বাংলাদেশের এই আম্পায়ার। মুকুলের সঙ্গে মাঠের আম্পায়ার হিসেবে থাকবেন ক্রিস গাফ্ফানিও। এ ছাড়া আগামী ৪ সেপ্টেম্বর ভারত-নেপাল ম্যাচেও তৃতীয় আম্পায়ারের ভূমিকায় থাকবেন মুকুল।