১১ বছর পর সিনেমায় ফিরছেন টুইঙ্কেল খান্না

প্রথম নিউজ, ডেস্ক : শাহরুখ থেকে আমির, সালমান খানসহ সে সময়ের বলিউডের প্রথম সারির নায়কের বিপরীতে কাজ করেছিলেন টুইঙ্কেল খান্না। তবে অক্ষয় কুমারকে বিয়ের পর একটা সময় বলিউড ছাড়েন এই অভিনেত্রী।
এরপর ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে শুরু করেন কাজ। সেই সঙ্গে চলে লেখালেখি। বর্তমানে তিনি একজন লেখিকা। তবে এসবের মাঝে নতুন খবর হলো- টুইঙ্কেল খান্না আবারও অভিনয়ে আসছেন। দীর্ঘ ১১ বছর পর বড় পর্দায় ফেরার এই খবর জানা যায় মঙ্গলবার।
নিজের লেখা গল্পেই অভিনয় করবেন টুইঙ্কেল খান্না। তা হলো- জনপ্রিয় ‘দ্য লিজেন্ড অব লক্ষ্মীপ্রসাদ’-এর একটি গল্প ‘সালাম নানি আপা’। সেই গল্পকেই বড় পর্দায় তুলে আনছেন পরিচালক সোনাল ডাবরাল।‘সালাম নানি আপা’-র গল্পে দিদা এবং দিদার বোনের সম্পর্ককে ফুটিয়ে তুলেছেন টুইঙ্কেল খান্না। এই গল্পে উঠে আসবে প্রেম-সম্পর্ক থেকে শুরু করে জীবনের নানা দিক। রহস্য রোমাঞ্চেরও ঝলক থাকবে।
এর মাঝে প্রশ্ন উঠেছে এই ছবিতে টুইঙ্কেলের সঙ্গে কি স্বামী অক্ষয় কুমারকে দেখা যাবে? এ বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ছবিতে টুইঙ্কেলের মা ডিম্পল কাপাডিয়াকে দেখা যেতে পারে। সূত্র: আনন্দবাজার, জিনিউজ
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন জাগো নিউজে। আজই পাঠিয়ে দিন
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews