যশোরে উদ্ধার কঙ্কালটি ছয় বছর আগে খুন হওয়া খুলনার রাজীবের

ডিএনএ পরীক্ষায় মিললো পরিচয়

যশোরে উদ্ধার কঙ্কালটি ছয় বছর আগে খুন হওয়া খুলনার রাজীবের
যশোরে উদ্ধার কঙ্কালটি ছয় বছর আগে খুন হওয়া খুলনার রাজীবের

প্রথম নিউজ, খুলনা: যশোরের পুরাতন কসবা কাজীপাড়া নিরিবিলি এলাকা থেকে উদ্ধার হওয়া ড্রাম ভর্তি কঙ্কাল খুলনা জেলার দিঘলিয়া উপজেলার চন্দনীমহল গ্রামের ফারুক হোসেনের ছেলে রাজীব হোসেন কাজীর (৩২)। ডিএনএ থেকে শনাক্ত করা হয়েছে কঙ্কালটি। রাজীব হত্যাকাণ্ডের সাথে জড়িত নড়াইল জেলার লোহাগড়ার মঙ্গলহাটা গ্রামের মৃত নুর মিয়ার ছেলে রিকশা চালক সালাম হোসেন (৫৫) কে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে যশোর শহরতলীর কিসমত নওয়াপাড়ার আবদার ড্রাইভারের বাড়ির ভাড়াটিয়া।

৬ বছর আগে খুন করে লাশটি গুম করে সালাম চক্রটি। হত্যার পর লাশের অস্তিত্ব নষ্ট করতে পুরাতন কসবা নিরিবিলি এলাকার বজলুর রহমানের পরিত্যক্ত টয়লেটের রিং স্লাবের কুয়ার ভেতরে ফেলে দেয়া হয়। পিবিআই যশোরের তদন্তে উঠে এসেছে এসব তথ্য। উল্লেখ্য, ২০১৬ সালের ২৯শে মার্চ রাত ৮টার দিকে রাজীব তার বাবাকে ফোন করে তাদের খুলনার বাড়িতে আসছেন বলে জানান। কিন্তু রাজীব খুলনায় তাদের বাড়িতে যাননি। 

২০২২ সালের ৩০শে মে দুপুরে কঙ্কালটি উদ্ধার হওয়ার পর থেকে সর্বত্র আলোচিত ছিল হত্যার ঘটনাটি। সবার একই কথা ছিল ওই কঙ্কালটি কোন হতভাগ্যের।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: