যাত্রাবাড়ীতে মই ভেঙে পড়ে মিস্ত্রির মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ী থানার সামাদ নগর এলাকায় ওয়েল্ডিংয়ের কাজ করার সময় মই ভেঙে পড়ে মাইনুল ইসলাম (৩০) নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে
প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ী থানার সামাদ নগর এলাকায় ওয়েল্ডিংয়ের কাজ করার সময় মই ভেঙে পড়ে মাইনুল ইসলাম (৩০) নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে।
রোববার (২১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে দুপুর ২টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী জাকির হোসেন জানান, মাইনুল একটি ওয়ার্কশপের ওয়েল্ডিং মিস্ত্রির কাজ করত। আজ মালেক চেয়ারম্যানের পাইপের গোডাউন তৈরি করার জন্য ওয়েল্ডিংয়ের কাজ করতে আমরা দুজন যাই। মাইনুল ওয়েল্ডিংয়ের কাজ করার জন্য মই বেয়ে উপরে উঠলে হঠাৎ মই ভেঙে নিচে পড়ে যায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।