যে জন্য সানী-পলাশকে এক করলেন ফারুকী

সানী-ফারুকীর সঙ্গে কাজটিতে যুক্ত ছিলেন সময়ের আরেক তরুণ তারকা ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত জিয়াউল হক পলাশ

 যে জন্য সানী-পলাশকে এক করলেন ফারুকী

প্রথম নিউজ, ডেস্ক : নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। অন্যদিকে অনেক বছর ধরে নির্মাণে কারিশমা দেখিয়ে যাচ্ছেন মোস্তফা সরয়ার ফারুকী। এবারই প্রথম দুজন একসঙ্গে কোনো কাজ করলেন। আর এটি একটি বিজ্ঞাপনচিত্র। যেখানে ফারুকীর নির্মাণে মডেল হয়েছেন সানী। সানী-ফারুকীর সঙ্গে কাজটিতে যুক্ত ছিলেন সময়ের আরেক তরুণ তারকা ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত জিয়াউল হক পলাশ। ফারুকীর নির্দেশনায় প্রথম কাজের অভিজ্ঞতায় মুগ্ধ ওমর সানী। বলেন, ‘মোস্তফা সরয়ার ফারুকী এক কথায় অসাধারণ। তার সঙ্গে প্রথম কাজ করলাম। সহশিল্পী ছিল পলাশ। কাজটি করে তৃপ্তি পেয়েছি। ইনশাআল্লাহ আমরা একসঙ্গে আরও কাজ করবো। ধন্যবাদ মোস্তফা সরয়ার ফারুকীর ছবিয়াল টিমকে।’

অন্যদিকে ফেসবুকে তিনজনের একটি ছবি দিয়ে ক্যাপশনে ফারুকী লেখেন, ‘আসিতেছে! নগদের লাইসেন্স প্রাপ্তির দিনে নয়া নগদ টিভিসি ফিল্মিং উইথ পুরান অ্যান্ড নতুন চাল। বাদ যাবে না একটি শিশুও!’ স্ট্যাটাসের সঙ্গে মজার ইমোজিও জুড়ে দেন এই নির্মাতা। জানা যায়, বিজ্ঞাপনটি শিগগিরই দেশের বিভিন্ন প্রচার মাধ্যমে অবমুক্ত হবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom