সায়েন্স ফিকশন সিনেমায় জুটি বাঁধলেন নিরব-স্পর্শিয়া
নতুন বছরের শুরুটা বাংলা সিনেমার জন্য দারুণ বলা যায়। এরইমধ্যে পাওয়া গেছে কয়েকটি নতুন সিনেমার খবর, নতুন কয়েকটি জুটি নিয়ে চলছে নানা আলোচনা

প্রথম নিউজ, ঢাকা: নতুন বছরের শুরুটা বাংলা সিনেমার জন্য দারুণ বলা যায়। এরইমধ্যে পাওয়া গেছে কয়েকটি নতুন সিনেমার খবর, নতুন কয়েকটি জুটি নিয়ে চলছে নানা আলোচনা। এবার বড়পর্দায় জুটি বাঁধলেন নিরব হোসেন ও অর্চিতা স্পর্শিয়া। একটি সায়েন্স ফিকশন সিনেমায় দেখা যাবে এই দুই তারকাকে। যার শিরোনাম ‘জলকিরণ’। সিনেমাটির পরিচালনা করবেন এইচ আর হাবিব। রোববার রাজধানীর মগবাজারের এক রেস্তোরাঁয় ‘জলকিরণ’-এর ফার্স্টলুক উন্মোচন হয়। সেখানে উপস্থিত ছিলেন নিরব, স্পর্শিয়া, পরিচালক হাবিব, সৈয়দ হাসান ইমাম, আরমান পারভেজ মুরাদ, রাশেদ মামুন অপু ও সোহানুর রহমান সোহানসহ অনেকে। ‘জলকিরণ’ পরিচালনার পাশাপাশি কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন এইচ আর হাবিব। সিনেমাটি প্রসঙ্গে অনুষ্ঠানে তিনি বলেন, ‘সায়েন্স ফিকশন ঘরানায় সিনেমাটি নির্মাণ হবে। তবে গতানুগতিক ধারার মতো নয়। সিচ্যুয়েশনাল কমেডি ধাঁচে নির্মিত হবে। সব বয়সী দর্শক সিনেমাটি উপভোগ করতে পারবেন।’
চিত্রনায়ক নিরব বলেন, ‘আমাদের সিনেমা বেশ ভালো উদ্যোমে এগিয়ে যাচ্ছে। নতুন অনেক গল্প উঠে আসছে পর্দায়। তেমনই নতুন এক ভাবনায় এই সিনেমা নির্মাণ হচ্ছে। বর্তমান সময়টাকে পর্দায় তুলে ধরা হবে। বাকিটা দর্শক পর্দায় দেখতে পাবে। এখন অপেক্ষায় আছি শুটিংয়ের।’অর্চিতা স্পর্শিয়া বলেন, ‘সিনেমাটির গল্প নিয়েই প্রথমে বলতে হয়। কারণ আমি সবসময় যেমন আলাদা কিছু করতে চাই, এটা তেমন একটি কাহিনি। দর্শকদের জন্য ভিন্ন কিছু নিয়ে আসতে পারব বলে আশা করি। আর এখানে যে সহশিল্পীরা রয়েছেন, তাদের সাথেও কাজ করতে আমি বরাবরই পছন্দ করি। সেই জায়গা থেকে বাড়তি আনন্দ।’ ‘জলকিরণ’-এ আরো অভিনয় করবেন নওশাবা, এইচ আর হাবিব, প্রণব দাশ, এনজেলিনা লোপেজ, গ্রেজিলা রশীদ প্রমুখ। শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হবে।
সূত্র : ইউএনবি
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: