মিস ইউনিভার্সের আসরে এবার নেই বাংলাদেশ

প্রথম নউজ, ডেস্ক : ৭০তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার মূল আসর বসছে ইসরাইলে। দেশটির সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক না থাকায় ভ্রমণ জটিলতার বিষয়টি বিবেচনা করে এবারের আসরে কোনো প্রতিযোগীকে পাঠানো হচ্ছে না বলে জানিয়েছে মিস ইউনিভার্স বাংলাদেশ কর্তৃপক্ষ। মিস ইউনিভার্স বাংলাদেশের পরিচালক শফিকুল ইসলাম জানান, আয়োজনের ভেন্যু হিসেবে ইসরাইলের নাম জানার পর এ বছর মিস ইউনিভার্স বাংলাদেশের নিবন্ধন কিংবা কোনো আয়োজন করা হয়নি। চলতি বছরের ডিসেম্বরে ইসরাইলের বন্দরনগরী এইলাটে বসছে সৌন্দর্য প্রতিযোগিতার এ বৈশ্বিক আসর। এবারের আসরে কোনো প্রতিযোগী পাঠানো না হলেও ২০২২ সালে এ প্রতিযোগিতার ৭১তম আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানো হবে বলে জানালেন শফিকুল। এর আগে ২০২০ সালের মিস ইউনিভার্স বাংলাদেশ’ হিসেবে বিজয়ী হয়েছিলেন মডেল তানজিয়া জামান মিথিলা। ভিসা জটিলতাসহ বেশকিছু কারণে প্রতিযোগিতার মূল আসরে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পাড়ি দেয়ার আগে শেষ মুহূর্তে মূল প্রতিযোগিতা থেকে তার নাম প্রত্যাহার করে নেয় মিস ইউনিভার্স বাংলাদেশ কর্তৃপক্ষ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: