স্ত্রীর সঙ্গে মামলায় জড়িয়ে সিনেমা থেকে বাদ পড়ছেন জনি ডেপ
প্রথম নিউজ, ডেস্ক : হলিউড অভিনেতা জনি ডেপ। কমেডি নির্ভর সংলাপ ও চরিত্রে তিনি অনবদ্য। তার সিনেমাগুলো প্রায় সবই ব্যবসা সফল। হঠাৎ করে এই অভিনেতা ও প্রযোজক যেন খেই হারিয়ে ফেলেছেন তার ক্যারিয়ারে। কেমন যেন একঘরে হয়ে পড়েছেন বলে মনে হয়।
দেখা যায় না কোনো অনুষ্ঠানে। নেই কোনো নতুন সিনেমার খবরে। বরং নানা সিনেমা ও প্রজেক্ট থেকে বাদ পড়ছেন তিনি।
প্রাক্তন স্ত্রীর সঙ্গে মামলায় জড়িয়েই এই মন্দ অবস্থার মুখোমুখি হয়েছেন জনি, এমনটাই মনে করছেন অনেকে।
সম্প্রতি ম্যাডস মিকেলসনের ‘ফ্যান্টাস্টিক বিস্টস ৩’ সিনেমা থেকে বাদ পড়েছেন জনি ডেপ। ডেভিড ইয়েটস পরিচালনায় ফ্যান্টাস্টিক বিস্ট ফিল্ম সিরিজের তৃতীয় পার্ট ২০২২ সালে মুক্তি পেতে যাচ্ছে।
অন্যদিকে তার প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডও বাদ পড়তে পারেন ‘অ্যাকোয়াম্যান ২’ থেকে। এই সিনেমার শুটিং চলমান। ২০১৭ সালে এই দুই তারকার বিবাহিত জীবনে বিচ্ছেদ ঘটে। সে মামলা এখনো চলমান। মামলা নিয়ে দুজনেই রয়েছেন টাল মাটাল অবস্থায়।
তাদের আইনি লড়াইয়ে হলিউডের অন্যান্য সেলিব্রিটিরাও অন্তর্ভুক্ত হয়েছেন। অ্যাম্বার হার্ড ও জনি ডেপের ক্ষেত্রে যে কয়েকজন সেলিব্রিটিকে টেনে আনা হয়েছিল তাদের মধ্যে এলন মাস্কও ছিলেন।
জনি ডেপ ‘ফ্যান্টাস্টিক বিস্টস ৩’ -এ থাকবেন বললেও স্টুডিও এখন পর্যন্ত কোনো সাড়া দেয়নি। পরিচালকও আছেন চুপ।
যদিও এ খবর জনি ডেপের ভক্তরা মানতে নারাজ। অনেকেই এতোদিন অপেক্ষায় ছিলেন জনি ডেপ ‘ফ্যান্টাস্টিক বিস্টস ৩’ -এর সেটে ফিরে আসবেন। সেটা হয়তো হচ্ছে না। বরং জনি ডেপ এখন ক্ষুব্ধ একে একে কাজ হারিয়ে।
যদিও জনি ডেপ এখনো তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কোনো ধরনের হতাশা বা ক্ষোভ প্রকাশ কনেননি। তবে তার বাবা-মা বিশ্বাস করেন, তাদের ছেলে বেশ দুঃখবোধ করছেন নানা কারণে। বিশেষ করে যেসব সিনেমা থেকে তিনি সম্প্রতি বাদ পড়েছেন, সবগুলোই তার স্বপ্নের চরিত্র।
তবে জনি ডেপ আশাহত নন। তিনি এখনো নিজেকে শক্তিশালী রেখেছেন। জনি ডেপ তার ভক্তদের আশ্বস্ত করেছেন যে, তিনি শিগগিরই ফিরবেন ভালো কাজ নিয়ে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: