ত্রিশালে দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল ৭ যাত্রীর
ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে

প্রথম নিউজ,ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে দুই বাসের প্রতিযোগিতায় দাড়িয়ে থাকা পাথরবাহী ট্রাকে বাসের ধাক্কায় ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০। নিহতদের মধ্যে এক নারী, দুই শিশু ও ৪ জন পুরুষ রয়েছে। শনিবার (১৬ অক্টোবর) বেলা সোয়া ৩ টার দিকে উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। খবরের সত্যতা নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ওসি মাঈন উদ্দিন। তিনি জানান, ত্রিশালের চেলের ঘাট এলাকায় একটি পাথরবাহী ড্রাম ট্রাক চাকা বিকল হয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে শেরপুরগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতেই এ দুর্ঘটনা ঘটে।
ওসি আরও জানান, নিহত সবাই বাসের যাত্রী। তারা ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ ফায়ারসার্ভিসের ডিউটি অফিসার সেলিম মিয়া জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। উদ্ধার অভিযান চলছে।
ওসি মাঈন উদ্দিন আরও জানান, দুই বাসের প্রতিযোগীতার কারণেই ময়মনসিংহের ত্রিশালের তেলেরঘাট এলাকায় বাস দূর্ঘটনা ঘটেছে। প্রতিযোগিতা করে একটি বাস অপর একটি বাসকে ওভারটেক করতে চাইলে দাঁড়িয়ে থাকা সোনাই পরিবহনের একটি বিকল ট্রাম ট্রাকে ধাক্কা লেগে এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনা কবলিত বাসটি সেপার এম.এ পরিবহনের। এ বাসটি শেরপুরগামী ছিল। তবে অপর প্রতিযোগি বাসের নাম জানা যায়নি।
দাড়িয়ে থাকা সোনাই পরিবহনের চালক মো: আমিরুল ইসলাম জানান, সোনাই পরিবহনে পাথর নিয়ে ময়মনসিংহ আসছিলাম। চেলেরঘাট এলাকায় আসলে আমার ট্রাকের ডান পাশের সামনের চাকা ব্রাষ্ট হয়ে যায়। এ সময় ট্রাকটিকে রাস্তার ডান পাশে সাইড করে সর্তক সংকেত হিসেবে গাছের ডাল টানিয়ে দেই। পরে একজন হেলপারকে শম্ভগঞ্জ থেকে নতুন চাকা আনতে পাঠাই। এর কিছুক্ষণ পর শেরপুরগামী দুটি বাস প্রতিযোগিতা করে পেচন দিক থেকে আসতে থাকে। এ সময় একটি বাস অপরটিকে ওভারটেক করতে চাইলে দাড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা খায়।
সোনাই পরিবহনের অপর স্টাফ আলমগীর হোসেন বলেন, দূর্ঘটনার সময় আমরা বিকল চাকা খুলে নতুন চাকা লাগানোর প্রস্তুতি নিচ্ছিলাম। এরই মেধ্যে চোখের পলকে এ দূঘটনা ঘটে যায়। তাদের দাবি, মহাসড়কের সিসি ক্যামেরার ফুটেজ দেখলেই দূঘটনার সব জানা যাবে।
দুর্ঘটনায় নিহত ৬ জনের মধ্যে এক পরিবারের ৫ জনের মৃত্যু হয়েছে। তারা ময়মনসিংহের ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের মড়লবাড়ি গ্রামের বাসিন্দা বলে নিশ্চিত করেছে ত্রিশাল থানার ওসি মো: মাঈন উদ্দিন। এক পরিবারের নিহতরা হলেন- ফজলুল হক (৩৫), তার স্ত্রী ফাতেমা বেগম (২৮), তাদের ছেলে আব্দুল¬াহ (৬), তাদের মেয়ে আজমিনা (৯) এবং ফজলুল হকের শ্বশুড় নজরুল ইসলাম (৫৫)। তবে নিহত অপর এক জনের পরিচয় সনাক্ত করা যায়নি।
এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আরও ৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দুর্ঘটনার পর প্রায় এক ঘন্টা মহসড়কে যান চলাচল বন্ধ ছিল। শনিবার (১৬ অক্টোবর) বেলা সোয়া ৩ টার দিকে ত্রিশাল উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। মূলত দুই বাসের প্রতিযোগিতা মূলক ওভারটেকের কারণে এ দূর্ঘটনা ঘটেছে বলেও জানিয়েছেন ওসি মো: মাঈন উদ্দিন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews