হাসপাতালে ভর্তি আরও ১৪৬ ডেঙ্গুরোগী
চলতি বছর ডেঙ্গুতে মোট ৯১ জনের মৃত্যু হয়েছে

প্রথম নিউজ, ঢাকা: রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে আরও ১৪৬ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানীর হাসপাতালে ১০৪ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৪২ জন চিকিৎসাধীন। এ নিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৬২ জন। এছাড়া চলতি বছর ডেঙ্গুতে মোট ৯১ জনের মৃত্যু হয়েছে।
বর্তমানে হাসপাতালে ভর্তি ৭৬২ জন ডেঙ্গুরোগীর মধ্যে রাজধানী ঢাকার সরকারি-বেসরকারি হাসপাতালে ৬১১ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ১৫১ জন রোগী চিকিৎসাধীন।
আজ রোববার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি ১৪৬ জন রোগীর মধ্যে রাজধানীর বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৪৩ জন ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৬১ জন ভর্তি হয়েছেন। বাকিরা ঢাকার বাইরের হাসপাতালে চিকিৎসাধীন।
দেশে চলতি বছর জানুয়ারি থেকে আজ (৩১ অক্টোবর) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৩ হাজার ৫০৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ হাজার ৬২৮ জন।
হাসপাতালে ভর্তি রোগীদের মাসওয়ারি হিসাবে দেখা যায়, চলতি বছর জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে দুই হাজার ২৮৬ জন, আগস্টে সাত হাজার ৬৯৮ জন, সেপ্টেম্বর সাত হাজার ৮৪১ জন ও অক্টোবরে পাঁচ হাজার ৪৫৮ জন রোগী ভর্তি হন।
ডেঙ্গুতে মারা যাওয়া ৯১ জনের মধ্যে জুলাইয়ে ১২ জন, আগস্টে ৩৪ জন, সেপ্টেম্বরে ২৩ জন ও অক্টোবরে ২২ জনের মৃত্যু হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: