হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব হলেন মাওলানা সাজেদুর রহমান
মাওলানা সাজেদুর রহমান সংগঠনটির প্রথম যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করে আসছিলেন।
প্রথম নিউজ, ঢাকা : হেফাজতে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন মাওলানা সাজেদুর রহমান। আজ সোমবার রাতে বায়তুল মোকাররম মসজিদে মরহুম আল্লামা নুরুল ইসলাম জিহাদীর জানাজার নামাজের আগে এই ঘোষণা দেয়া হয়। ঘোষণাটি করেছেন নায়েবে আমির ও দেওয়ানার পীর সাহেব অধ্যক্ষ মিজানুর রহমান। মাওলানা সাজেদুর রহমান সংগঠনটির প্রথম যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া শাখার আমিরের দায়িত্বও পালন করছিলেন। সোমবার হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী ইন্তেকাল করায় পদটি শূন্য হয়।। সোমবার বেলা ১২টার দিকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ২০২০ সালের ২৬ ডিসেম্বর তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব নির্বাচিত হন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: