শিক্ষার্থীর অনশনস্থলে শাবি শিক্ষকদের দল
শিক্ষকরা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে চাইলে শিক্ষার্থীরা জানায়- আগে তাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে হবে
প্রথম নিউজ, সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ভবনের সামনে শিক্ষার্থীদের অনশনস্থলে গেছেন শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম ও শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. তুলশী কুমার দাশের নেতৃত্বে শতাধিক শিক্ষকদের একটি দল রাত সাড়ে ৮ টার দিকে সেখানে যান। এ সময় শিক্ষকরা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে চাইলে শিক্ষার্থীরা জানায়- আগে তাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে হবে। এরপর তারা কথা বলবে। তবে- শিক্ষক নেতারা তাদের সঙ্গে সহমর্মিতা প্রকাশ করলেও একাত্মতা প্রকাশ না করায় শিক্ষার্থীরা শিক্ষকদের কথা শুনেনি। বরং শ্লোগানে শ্লোগানে তারা তাদের কর্মসূচি পালন করতে থাকে। অনশনস্থলে থাকা কয়েকজন শিক্ষার্থী চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকেন। শিক্ষার্থীরা জানিয়েছে- তাদের দাবি মেনে নেওয়া হলে তারা অনশন ভাঙবেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: