মৌসুমী-ডিপজল-অরুণা গাইলেন ‘হারজিৎ চিরদিন থাকবে’
প্রথম নিউজ, ডেস্ক : ‘হারজিৎ চিরদিন থাকবে, তবুও এগিয়ে যেতে হবে/ বাধা-বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে/’- বাংলা সিনেমার কালজয়ী একটি গান। এটি গেয়েছিলেন আবিদা সুলতানা। গাজী মাজহারুল আনোয়ারের লেখা গানটিতে সুর দিয়েছিলেন সত্য সাহা। এটি প্রথম ব্যবহৃত হয় ‘পুরস্কার’ সিনেমায়।
সেই কালজয়ী গান সবার সম্মুখেই গাইতে দেখা গেল সিনেমার পাঁচ তারকাকে। তারা হলেন চিত্রনায়িকা মৌসুমী, সুচরিতা, অঞ্জনা, অরুণা বিশ্বাস ও খলঅভিনেতা ডিপজল। শুক্রবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন চলাকালীন তারা যৌথকণ্ঠে গানটিতে গেয়ে শোনান।শিল্পী সমিতির ভোটার কিংবা উপস্থিত সংবাদকর্মী সবার কাছেই মুহূর্তটি ছিল ব্যতিক্রম। কালজয়ী চার নায়িকাকে সরাসরি গাইতে দেখা বিরল ঘটনা বটে। তাদের সঙ্গে আবার বিশেষত্ব যোগ করলেন ডিপজলের মতো সফল খলনায়ক।
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে এফডিসিতে আজ তারার হাঁট বসেছে। তাই যেদিকেই চোখ যাচ্ছে, দেখা মিলছে কোনো না কোনো তারকার। ভোটের দিনে নির্বাচনী প্রচারণায় খামতি রাখছেন না প্রার্থীরা। সেই প্রচারণার অংশই যেন সুচরিতা-অঞ্জনা-মৌসুমীদের গান।
উল্লেখ্য, সকাল সোয়া ৯টা থেকে শুরু হয়েছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ। প্রথম ভোটটি দিয়েছেন এবারের সভাপতি পদপ্রার্থী ইলিয়াস কাঞ্চন। এরপর একে একে অন্য প্রার্থীরাও ভোট দেন। আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণ ভোটারদের উপস্থিতিও বাড়তে থাকে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: