কে এই শাকিবের আমেরিকান নায়িকা

 কে এই শাকিবের আমেরিকান নায়িকা
কে এই শাকিবের আমেরিকান নায়িকা-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : ঢালিউড সুপারস্টার শাকিব খান। গত ছয় মাস ধরে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। গতকাল সোমবার ছিল এ নায়কের জন্মদিন। বিশেষ দিনটি যুক্তরাষ্ট্রেই কাটিয়েছেন এই নায়ক। সেখানে উদযাপিত হয় তার জন্মদিন ও নতুন সিনেমার মহরত।

সিনেমার নাম রাজকুমার। এতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন আমেরিকার অভিনেত্রী কোর্টনি কফি। অনুষ্ঠানে প্রকাশ পেয়েছে সিনেমার ওয়ার্কিং পোস্টার, অভিনেত্রীসহ বাকি সব তথ্য।

খোঁজ নিয়ে জানা যায়, কোর্টনি কফির জন্ম বেড়ে ওঠা নিউইয়র্কের লং আইল্যান্ডে। তার উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। তিনি সেখানকার থিয়েটারের একজন সুপরিচিত আর্টিস্ট।

কোর্টনি কফি দ্য নেইবারহুড প্লে হাউজ স্কুল অব থিয়েটারে অভিনয়ে লেখাপড়া করেন। পাশাপাশি তিনি আমেরিকান শর্ট ফিল্মে দ্য স্ট্রম, কারেন্টলি দ্য ডিবেট, এভেঞ্জিং এঞ্জেলস-এ প্রধান চরিত্রে অভিনয় করেন।

এছাড়া কোর্টনি কফি থিয়েটার এ মিডসামার নাইটস ড্রিম, জুরি ডিউটি দ্য মিউজিক্যাল- অভিনয় করেছেন।

সিনেমার পরিচালক হিমেল আশরাফ বলেন অভিনেত্রী কোর্টনি কফি সম্পর্কে বলেন , আমরা ৮৬ জন অভিনেত্রীর অডিশন নেওয়ার মাধ্যমে কোর্টনিকে নির্বাচন করেছি। তিনি থিয়েটার করেন। সম্প্রতি ফিচার ফিল্মেও অভিনয় করেছেন।

সিনেমার নাম রাজকুমার হলেও এটি কোনো ফ্যান্টাসি গল্প নয়। হিমেল জানান, সিনেমায় শাকিব খানের নাম রাজকুমার না। এটা এই সময়ের একটা গল্প এবং ড্রামা ঘরানার।

সিনেমার সিডিউল নিয়ে হিমেল আশরাফ বলেন, আমরা জুলাইতে সিনেমার শুটিং শুরু করব। প্রথমে যুক্তরাষ্ট্রে হবে শুটিং। এরপর আগস্টে বাংলাদেশে হবে দৃশ্যধারণ। ডিসেম্বরে মুক্তির পরিকল্পনা।

রাজকুমার ছবির মহরতে শাকিব খান বলেন, শুধু গ্রিনকার্ড নেয়ার জন্য আমেরিকাতে আসিনি। আমার যেটা আসল কাজ সেটাই করছি। এখানে যেহেতু পরিবেশটা আমার জন্য একেবারে নতুন, তাই সবকিছু গোছাতে কিছুটা সময় লাগছে। এতদিন যে স্বপ্ন দেখতাম এখন থেকে সেই স্বপ্নের পথে হাঁটা শুরু করলাম।

‘যতদিন আমার শক্তি সামর্থ্য থাকবে, বাংলা সিনেমাকে এগিয়ে নিতে ততদিন আপ্রাণ চেষ্টা করে যাবো।’

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom