মসজিদের দেওয়াল ভেঙে প্রাণ গেলো শ্রমিকের
আজ বৃহস্পতিবার (২৫ মে) সকালে উপজেলার স্টেশন গেট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।শফিকুল ইসলাম উপজেলার পূর্ব বোতলাগাড়ি এলাকার আব্দুর রশিদের ছেলে।
প্রথম নিউজ, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে মসজিদের দেওয়াল ভেঙে শফিকুল ইসলাম (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ মে) সকালে উপজেলার স্টেশন গেট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।শফিকুল ইসলাম উপজেলার পূর্ব বোতলাগাড়ি এলাকার আব্দুর রশিদের ছেলে।
পুলিশ জানায়, ওই এলাকার বাইতুন নূর জামে মসজিদে কাজ করছিলেন শফিকুল ইসলাম। এসময় মসজিদের একটি দেওয়াল ভেঙে তার গায় পড়ে। স্থানীয় ও সহকর্মীরা তাকে উদ্ধার করে সৈয়দপুর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সৈয়দপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জামিনুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।