নীলফামারীতে জঙ্গি আস্তানা থেকে পাঁচজন আটক
নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের মাঝাপাড়া পুটিহারি মাঝাপাড়া এলাকার ওই বাড়িটি

প্রথম নিউজ, নীলফামারী: নীলফামারী সদর উপজেলার সোঁনারায় ইউনিয়নে পুটিহারি মাঝাপাড়া এলাকার ‘জঙ্গি আস্তানা’ থেকে পাঁচ জনকে আটক করেছে র্যাব। এ সময় বোমা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।
র্যাব-১৩ এর পরিচালক রেজা আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি টিম কাজ করছে।
তিনি জানান, মাঝাপাড়া পুটিহারি এলাকার ওই বাড়িটি শুক্রবার মধ্যরাত থেকেই ঘিরে রাখা হয়। সেখানে অভিযান চালিয়ে পাঁচ জনকে আটক করা হয়েছে।
এরআগে নীলফামারীতে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখে অভিযান চালায় র্যাব। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার ভোর থেকেই নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের মাঝাপাড়া পুটিহারি মাঝাপাড়া এলাকার ওই বাড়িটি ঘেরাও করে রাখে র্যাব। এ সময় পুলিশও আশপাশে অবস্থান নিয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: