নেত্রকোনায় ভোটকেন্দ্রের বাইরে সংঘর্ষ, আহত ১০

এতে নৌকা প্রতীকের অন্তত ১০ সমর্থক আহত হয়েছেন বলে দাবি করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুর রহমান লিটন।

নেত্রকোনায় ভোটকেন্দ্রের বাইরে সংঘর্ষ, আহত ১০

প্রথম নিউজ, নেত্রকোনা: নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোটগ্ৰহণ চলাকালীন নৌকা প্রতীকের লোকজনের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এতে নৌকা প্রতীকের অন্তত ১০ সমর্থক আহত হয়েছেন বলে দাবি করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুর রহমান লিটন।

আজ বৃহস্পতিবার (২৫ মে) দুপুর ১টার দিকে ইউনিয়নের শ্রীপুর-বালি কেন্দ্রের বাইরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর ১টার দিকে কয়েকজন যুবক হঠাৎ করে কেন্দ্রের বাইরে ভোটারদের স্লিপ সরবরাহকারীদের ওপর চড়াও হন। এতে স্বতন্ত্র তিন প্রার্থীর লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠেন। এসময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। প্রায় আধাঘণ্টা সংঘর্ষ চলার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিযন্ত্রণে আনেন। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

তবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুর রহমান লিটন বলেন, সংঘর্ষে নৌকা প্রতীকের অন্তত ১০ সমর্থক আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। জেলা পুলিশ সুপার ফয়েজ আহমেদ জাগো নিউজকে বলেন, কেন্দ্রের বাইরে একটু উত্তেজনা সৃষ্টি হয়েছিল। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দক্ষিণ বিশিউড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন নৌকা প্রতীকের অ্যাডভোকেট আব্দুর রহমান, স্বতন্ত্র (ঢোল প্রতীক) নাসির উদ্দিন, আনারস প্রতীকের খন্দকার আজিজুর রহমান মাজারুল ও ঘোড়া প্রতীকের দৌলত মিয়া।

গত ১৩ মার্চ বিএনপি সমর্থিত চেয়ারম্যান সেলিম আজাদ সেলিম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এতে চেয়ারম্যান পদটি শূন্য হয়। ওই ইউনিয়নে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইউনিয়নে মোট ভোটার ১৬ হাজার ৯৮৩ জন।