‘মসজিদ’ নাকি ‘সন্ত্রাসী ঘাঁটি’, কোথায় হামলা করেছে ভারত?

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: গত ৬ মে দিবাগত রাতে পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ নামে অভিযান চালায় ভারত। দেশটির পক্ষ থেকে বলা হয়, ২২ এপ্রিল পেহেলগামে হামলাকারীদের ‘সন্ত্রাসী ঘাঁটি’ লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। তবে পাকিস্তান বলছে, বেছে বেছে মসজিদগুলোতে হামলা করা হয়েছে।
ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে, এটি ছিল একটি ‘সন্ত্রাসবাদী প্রশিক্ষণ শিবির’। কিন্তু স্থানীয় বাসিন্দারা ভারতের এই বর্ণনাকে ঘোরতরভাবে প্রত্যাখ্যান করছেন। তারা বলছেন, গত সাত বছর ধরে এলাকাটি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে এবং এখানে স্কুল, মাদ্রাসা ও একটি হাসপাতাল রয়েছে।
স্থানীয়দের দাবি, এটি ছিল শুধুই একটি মসজিদ, কোনো সন্ত্রাসী ক্যাম্প নয়। তারা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ভারতের এই আগ্রাসনের পর বিশ্ব নীরব দর্শকের ভূমিকা পালন করছে—যা তাদের হতাশ করেছে।