দুই ইসরাইলি গোয়েন্দাকে অপহরণ
প্রথম নিউজ, ডেস্ক : গোপন মিশনে থাকা ইসরাইলের দুই গোয়েন্দা কর্মকর্তাকে অপহরণের দাবি করেছে অজ্ঞাত একটি সংস্থা।
আলজাজিরায় শুক্রবার মধ্যরাতে প্রচারিত একটি প্রতিবেদনে অজ্ঞাত ওই সংস্থাটির বক্তব্য প্রকাশ করা হয়। খবর আরব নিউজের।
এতে সংস্থাটির দাবি করে, বিদেশে গোপন মিশনে থাকা দুই ইসরাইলি এজেন্টকে আটক করে তাদের হেফাজতে রাখা হয়েছে।
এ সময় আটক দুই ইসরাইলির ভিডিও ফুটেজ দেখানো হয়। এতে একজন নিজেকে ডেভিড বেন রৌসি এবং আরেকজন নিজেকে ডেভিড পেটি হিসেবে পরিচয় দেন।
সংগঠনটি এর আগে গত সেপ্টেম্বরেও দুই ইসরাইলি সেনাকে অপহরণের দাবি করেছিল। তবে এ ব্যাপারে ইসরাইল এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: