মারিয়া মিমের হুঁশিয়ারি

মারিয়া মিমের হুঁশিয়ারি

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: দেশের শোবিজ তারকাদের অংশগ্রহণে ক’দিন আগেই শেষ হয়েছে ‘সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫’। এরপর অশ্লীলতার অভিযোগে সেলিব্রিটি ক্রিকেট লীগের মেন্টর নির্মাতা প্রবীর রায় চৌধুরী, গিয়াস উদ্দিন সেলিম, তানিম রহমান অংশু এবং মডেল-অভিনেত্রী মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, কেয়া পায়েল, মারুফা আক্তার জামান, শাম্মী ইসলাম নীলা ও আলিশার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জাকির হোসেন। এবার সেই আইনজীবীর বিরুদ্ধে পাল্টা হুঁশিয়ারি দিলেন মডেল মারিয়া মিম। তিনি দাবি করেছেন, আইনজীবী জাকির হোসেন ভাইরাল হতেই তাদের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়েছেন। তার বিরুদ্ধে মামলাও করবেন বলে জানান মিম। তিনি বলেন, সেই আইনজীবী যা করেছেন, এতে আমার মানহানি হয়েছে। তাই তার বিরুদ্ধে আমি মানহানির মামলা করে দেবো।

বিশেষ করে তার কর্মকাণ্ডের পর পুরনো ক্লিপগুলো নতুন করে ভাইরাল হয়েছে। এতে করে আমার মানহানি হয়েছে। অবশ্যই আমি মানহানির মামলা করবো। কারণ অশ্লীলতা বলে যে ভিডিওগুলো ছড়িয়েছে, সেগুলো ম্যাচ শুরুর আগে ওয়ার্ম আপ মুহূর্ত। যেগুলো কেউ মোবাইলে ধারণ করে ছড়িয়েছে। কিন্তু আইনজীবী যেভাবে কথাগুলো বলেছেন, সেভাবে আমার মানহানি হয়েছে। তিনি আরও বলেন, প্র্যাকটিসে আমি কী পরে যাবো, সেটা তো আমার চয়েস। যখন মাঠে যাচ্ছি, তখন কিন্তু জার্সি পরেই যাচ্ছি। কিন্তু পার্সোনালি কোথায় কী পরে যাবো- সেটা আমাদের পছন্দ। এখানে অশ্লীলতা ছড়ানোর কি আছে? আর খেলা চলাকালীন আমাকে যা প্রশ্ন করা হয়েছে তার উত্তর দিয়েছি মাত্র!