এবার ঈদে ৯ সিনেমা

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: গত ঈদে মুক্তিপ্রাপ্ত ছয় ছবির মধ্যে ‘বরবাদ’, ‘দাগী’, ‘জংলি’- সিনেমা তিনটি দর্শক টানতে সমর্থ হয়। এ ছবিগুলো এখনো বিভিন্ন সিনেপ্লেক্স ও সিঙ্গেল হলে চলছে। আর গত ঈদের রেশ কাটতে না কাটতেই এবার হিসাব শুরু হয়েছে কোরবানির ঈদের সিনেমা নিয়ে। কারণ বছরের দুই ঈদেই দর্শকদের সবচেয়ে বেশি আগ্রহ থাকে সিনেমা নিয়ে। আসছে ঈদকে ঘিরে ঘোষণা এসেছে অন্তত ৯টি সিনেমা মুক্তির। এরইমধ্যে এই সিনেমাগুলোর প্রচারণাও চালাচ্ছেন সংশ্লিষ্টরা। এই সিনেমাগুলো হচ্ছে- রায়হান রাফী পরিচালিত ও শীর্ষ চলচ্চিত্র তারকা শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’, মিঠু খান পরিচালিত আরিফিন শুভ-মন্দিরা চক্রবর্তীর ‘নীলচক্র’, সঞ্জয় সমদ্দার পরিচালিত মোশাররফ করিম, শরিফুল রাজ, তাসনিয়া ফারিণের ‘ইনসাফ’, সানী সানোয়ার পরিচালিত আজমেরী হক বাঁধন, পূজা ক্রুজের ‘এশা মার্ডার: কর্মফল’, আলোক হাসান পরিচালিত আদর আজাদ-পূজা চেরীর ‘টগর’, ফরহাদ হোসাইন পরিচালিত শ্যামল মাওলার ‘নাদান’, তানিম নূর পরিচালিত জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, আফসানা মিমিসহ তারকাসমৃদ্ধ সিনেমা ‘উৎসব’, রাকিবুল ইসলাম রাকিব পরিচালিত রাসেল মিয়া-জলির ‘গোঁয়ার’, রাখাল সবুজ পরিচালিত রোশান ও বুবলীর ‘সরদার বাড়ির খেলা’। ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খানের নায়িকা ছোট পর্দার সাবিলা নূর।
অ্যাকশন ধাঁচের এ ছবিটি মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন- সর্বাধিক হল পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। অন্যদিকে, ‘নীলচক্র’ নিয়ে দীর্ঘদিন পর সিনেমা হলে আসছেন আরিফিন শুভ। সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘ইনসাফ’ অ্যাকশন ধাঁচের ছবি। এর মাধ্যমে বাণিজ্যিক ছবিতে অভিষেক হচ্ছে তাসনিয়া ফারিণের। একটি খুনের ঘটনা নিয়ে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘এশা মার্ডার: কর্মফল’। এতে পুলিশ অফিসারের বেশে দেখা মিলবে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের। অ্যাকশন ধাঁচের ‘টগর’ দিয়ে রূপালি পর্দায় প্রথম মুক্তি পেতে যাচ্ছে নাট্য নির্মাতা আলোক হাসান পরিচালিত প্রথম ছবি। অন্যদিকে, তানিম নূর পরিচালিত ‘উৎসব’ সিনেমাটিতে অভিনয় করেছেন নব্বই দশকের বেশকিছু অভিনয়শিল্পী। থাকছেন এ সময়ের শিল্পীরাও। পুলিশ ভার্সেস পাহাড়ি ডাকাতের গল্পকে উপজীব্য করে ‘নাদান’ নির্মিত হয়েছে। এতে শ্যামল মাওলাকে অ্যাকশন হিরো রূপে পাওয়া যাবে। ‘সরদার বাড়ির খেলা’ আগামী কোরবানির ঈদে সিনেমা হলে মুক্তি পাচ্ছে। এর মধ্যে ফের দর্শকদের সামনে জুটি হয়ে ফিরছেন রোশান-বুবলী।