মিরপুরে কাফরুল থানার গেটের সামনে বাসে আগুন
প্রথম নিউজ, ঢাকা : মিরপুরে কাফরুল থানার গেটের সামনে বাসে আগুনমিরপুরে কাফরুল থানার গেটের সামনে বাসে
বিএনপি ও জামায়াতের ডাকা তিনদিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানীর মিরপুর কাফরুল থানার গেটের সামনে একটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১ নভেম্ভর) বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুকুল আলম।
তিনি বাংলা ট্রিবিউনকে জানান, ‘আজ বিকাল তিনটার পর তিতাস নামে একটি বাসকে ধাওয়া করে বাসের পেছনের দিকে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় বাসটি থানার কাছাকাছি থাকায় বাসের চালক নিরাপদের কথা ভেবে বাসটিকে কাফরুল থানার গেটের সামনে চালিয়ে নিয়ে আসেন। এ ঘটনায় তৎক্ষণাৎ জড়িতদের কাউকে আটক করা যায়নি।
এ বিষয়ে একজন প্রত্যক্ষদর্শী জানান, মিরপুরের কাফরুল থানার সামনের সড়ক দিয়ে যাওয়ার পথে, আজ আনুমানিক বেলা ৩টা ৪০ মিনিটের দিকে কাফরুল থানার গেটের সামনে একটি বাসে আগুন ধরতে দেখা গেছে। বাসটি পেছনের একেবারে ছাদের কাছে আগুন জ্বলছিল। এ সময় কয়েকজন লোক বাসটির আগুন নেভানোর চেষ্টা করছিল।
Google News Logoবাংলা ট্রিবিউনের খবর পেতে গুগল নিউজে ফলো করুন