মির্জাপুরে অজ্ঞাত এক কিশোরীর লাশ উদ্ধার

টাঙ্গাইলের মির্জাপুরে অজ্ঞাত এক কিশোরীর লাশ উদ্ধার করেছে মির্জাপুর থানা পুলিশ

মির্জাপুরে অজ্ঞাত এক কিশোরীর লাশ উদ্ধার
প্রতিকী ছবি

প্রথম নিউজ, টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে অজ্ঞাত এক কিশোরীর লাশ উদ্ধার করেছে মির্জাপুর থানা পুলিশ। তাঁর বয়স আনুমানিক ১৫ বছর । লাশটি স্থানীয় কারো নয় বলে জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আদিল খান।
শনিবার (২রা অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের পালপাড়া এলাকা থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করে মির্জাপুর থানা পুলিশ। উদ্ধারকৃত ওই কিশোরীর সারা দেহে বিভিন্ন নৃশংসতার আলামত দেখা গেছে।
মির্জাপুর থানার উপ পরিদর্শক মোশারফ হোসেন বলেন, লাশটিকে আমরা নির্মম ও নৃশংস অবস্থায় উদ্ধার করেছি। লাশের মুখ- হাত ও গলা ঝলসানো ছিল। এছাড়া হাতে খোদাই করা জখম ও কপালে নির্যাতনমূলক আঘাতের চিহ্ন দেখতে পেয়েছি।
এ ব্যাপারে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন পিপিএম বলেন, নিশ্চিতভাবে বলা যায় ওই কিশোরীকে নৃশংসভাবে হত্যা করা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় একটি হত্যা মামলাও প্রক্রিয়াধীন।।