চান্দিনায় জমি নিয়ে বিরোধের জেরে এক কিশোরীকে গলাকেটে হত্যা

কুমিল্লার চান্দিনায় জমি নিয়ে বিরোধের জেরে এক কিশোরীকে গলাকেটে হত্যার পর লাশ পানিতে ফেলে দেওয়া হয়েছে

চান্দিনায় জমি নিয়ে বিরোধের জেরে এক কিশোরীকে গলাকেটে হত্যা
প্রতিকী ছবি

প্রথম নিউজ, কুমিল্লা: কুমিল্লার চান্দিনায় জমি নিয়ে বিরোধের জেরে এক কিশোরীকে গলাকেটে হত্যার পর লাশ পানিতে ফেলে দেওয়া হয়েছে। শনিবার সকালে চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের বসন্তপুর গ্রাম থেকে সালমা আক্তার (১৪) নামে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়। নিহত সালমা আক্তার চান্দিনা ওই এলাকার গরু ব্যবসায়ী সোলেমান ব্যাপারীর মেয়ে। সে পাশের বিল্লাল বাজার কওমী মাদ্রাসার ছাত্রী ছিল। সোলেমান জানান, জমি নিয়ে তার সঙ্গে ভাতিজাদের দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা চলছে। গত শনিবার ভাতিজারা তার স্ত্রীকে এলোপাতাড়ি মারধর করলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে সোলেমান স্ত্রীকে হাসপাতালে ভর্তি করান।
শুক্রবার তিনি বাড়িতে গেলে ভাতিজারা তার উপর হামলার চালিয়ে তাকে হত্যার চেষ্টা করে। এ সময় প্রাণ ভয়ে বাড়ি থেকে বের হয়ে পাশের বাড়ির আব্দুর রহমান এর বাড়িতে গিয়ে আশ্রয় নেন।
সোলেমান বলেন, এ সময় আমার মেয়ে সালমা ঘরে একাই ছিল। রাতের অন্ধকারে তারা আমার মেয়েকে ঘর থেকে বের করে কুপিয়ে হত্যা করে মরদেহ পানিতে ফেলে দেয়।

ওসি বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকা- ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।  ঘটনাটি তদন্ত করা হচ্ছে।