কুষ্টিয়ায় ফুল ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার
আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের জিকে ক্যানেলের শাখা ক্যানেলের পাড় থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
প্রথম নিউজ,কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় আবু তৈয়ব (৫৫) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পেশায় একজন নার্সারীর ফুল ব্যবসায়ী।
আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের জিকে ক্যানেলের শাখা ক্যানেলের পাড় থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, নিহত আবু তৈয়বের বাড়ি চট্টগ্রামের বাশখালী এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে আমলা ইউনিয়নের অঞ্জনগাছী এলাকায় ফুলের নার্সারীতে কাজ করতেন এবং ফুলের ব্যবসা করতেন।
মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম বলেন, ‘নিহত আবু তৈয়ব দীর্ঘদিন ধরে ফুলের ব্যবসার সঙ্গে জড়িত। মিরপুর জিয়া রোডের কাছে কয়েকটি নার্সারি রয়েছে। সেখানে হয়তো তার নিয়মিত যাতায়াত থাকতে পারে। সকালে মাঠের কৃষকেরা ক্যানেলের পাড়ে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ভোরে বা রাতের কোনো এক সময় তার মাথায় কিছু দিয়ে আঘাত করে এবং গলা কেটে হত্যা করা হয়েছে।’
রাশেদুল আলম আরও বলেন, ‘মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।’
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews