মারা গেছেন যাত্রাবাড়ীতে দগ্ধ ৩ শ্রমিকের একজন
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকায় শাহরিয়ার স্টিল মিলে পাইপ বিস্ফোরণে দগ্ধ তিন শ্রমিকের মধ্যে মো. শাহীন নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় দুজন চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন- মো. আকতার হোসেন (৫০) ও মো. মাঈন উদ্দিন (২২)। গতকাল মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহীন।
শাহীনের মামা মোতালেব জানান, শাহীন সাতমাস আগে বিয়ে করেছে। তার স্ত্রীর নাম মাহবুবা। কাজের সুবিধার্থে যাত্রাবাড়ী এলাকায় থাকতো। দুই ভাই ও তিন বোনের মধ্যে সবার বড় শাহীন। ওর বাবার নাম আইয়ুব খান। গ্রামের বাড়ি পঞ্চগড় সদরের সিঙ্গাপাড়া এলাকায়। তাদের সহকর্মী মো. শফিউল ইসলাম জানান, রাতে স্টিল মিলে লোহা গলানোর সময় বন্ধ হয়ে থাকা পুরাতন একটি লোহার পাইপ বিস্ফোরিত হয়। এসময় গলিত লোহা ছিটকে ওই তিনজনের শরীরে পড়লে তারা দগ্ধ হন। পরে দ্রুত শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, যাত্রাবাড়ীর স্টিল মিলে দগ্ধ মো. শাহিন চিকিৎসাধীন অবস্থায় রাত ২টা ৩০ মিনিটে মারা যান। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ ছিল। এ ঘটনায় দুজন চিকিৎসাধীন রয়েছেন। তিনি আরও জানান, মাঈনুদ্দিনের শরীরের ৫৪ শতাংশ ও আক্তার হোসেনের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। দুজনের অবস্থাই আশঙ্কাজনক। তাদের শ্বাসনালী পুড়ে গেছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: